Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশের সর্ব উত্তর-পশ্চিমে শস্য ভান্ডার হিসেবে খ্যাত দিনাজপুর জেলার অর্ন্তগত বোচাগঞ্জ উপজেলা। এ  উপজেলার আয়তন ২২৪৭৯ হেক্টর (২২৪.৭৯ বর্গ কি.মি.) এবং আবাদী জমির পরিমান ২০২২-২৩ সনে ১৭৪৮৪ হেক্টর যা মোট জমির ৭৬.৯৩%। উপজেলার ফসলের নিবিড়তা (২০২২-২৩) ২৫৪%। এ উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ৬৫৬৫৩ (পয়ষট্টি হাজার ছয়শত তিপান্ন) মে. টন খাদ্য শস্য উদ্বৃত ছিল। জমির ধরন, সেচের পানির প্রাপ্যতা, কৃষি উপকরণের সহজলভ্যতা ইত্যাদি বিবেচনায় রেখে কর্মসূচি প্রনয়োন করে যথাসময়ে তা সম্পাদন করা হচ্ছে। ফলে উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।  


    সময়োপযোগী সুষ্ঠু পরিকল্পনা প্রনয়োন এবং বাস্তবায়নকারী কর্মী বাহিনীর আন্তরিক প্রচেষ্ঠা ও পরিকল্পনা অনুযায়ী কৃষি উপকরনাদী সহজলভ্য করার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে অত্র বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিভাগীয় সকল কর্মসূচীর সঠিক বাস্তবায়ন হলে উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে তথা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


গত বছরের ইতিবাচক ও নেচিবাচক দিন পর্যালোচনা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ, কৃষক, বøক ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের আন্তরিক ও নিরলস প্রচেষ্ঠা, নিবিড় মনিটরিং এবং তদারকির মাধ্যমে কার্যক্রমের গতি ধারা ও অর্জনের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সময়মতো সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতা অব্যাহত রাখা একান্ত কাম্য।