Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

সাম্প্রতিক বছরসমূহের (৩বছর) প্রধান র্অজনসমূহ:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ র্পযায়ে র্কমকান্ড এর সমন্বয়ে মূল কেন্দ্রে বিন্দু হলো সরজেমিন উইং এর মাঠ র্পযায়ে অফিস। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজলোয় ফসলের যেমন বহুমুখতিা রয়ছেে তেমনি রয়েছে উচ্চ ফলনশীলতা। আধুনিক কৃষি কলাকৌশল প্রর্বতনের সাথে সাথে এই জেলা নিজস্ব খাদ্য চাহিদা পূরনের পাশাপাশি সারা দেশের খাদ্য  চাহিদা পূরনে গুরুত্বর্পূণ ভুমিকা রেখে আসছে। ক্রমহ্রাসমান আবাদি জমি থকেে ক্রমর্বধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি  চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইং এর অধিণ উপজেলা অফিস কৃষকের নিকট  চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, ফল ও আলুসহ শাক-সবজীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়ছে। সম্প্রসারণ র্কাযক্রম জোরদারকরণের মাধ্যমে বিগত তিন বছরে চালের মোট উৎপাদন হয়ছেে ২.৮৯ লক্ষ মেঃটন এবং ২০২১-২২ র্অথবছরে মোট খাদ্যশস্যরে (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়ছেে ১,৬৯,৭১২ মে.টন, যা ২০২০-২১ র্অথবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩০১২ মে. টন। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসর্ম্পূনতা র্অজনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষু পানি সাশ্রয়ী প্রযুক্তি সূষম মাত্রায় সার ব্যবহার, পার্চি ং আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষন ব্যবহার ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় র্অধেকের নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লক্ষ্যে ১৫% নারীসহ বিগত  তিন বছরে প্রায় ৩৭৫০ কৃষক/কৃষাণীকে লাগসই ও টেকসই আধুনিক কৃষি প্রযুক্তি উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।